আপনি অফিসে কাজে ব্যস্ত বা ফেইসবুক ব্যবহার করছেন এমন সময় কোনো বন্ধু একটি ভিডিও দেখার লিংক ইনবক্স 
করলো। ভিডিওতে দেখা যাচ্ছে আপনার নাম ও ছবি। নিজের ছবি দেখে লোভ সামলাতে না পেরে তাতে ক্লিক 
করলেন। কিন্তু কোনো ভিডিও চালু না হয়ে অন্য কোনো লিঙ্কে প্রবেশ করছে। আসলে সেখানো কোনো ভিডিও নেই। 
এটি মূলত ভাইরাস। কয়েকদিন ধরে ভাইরাসটি ফেইসবুক ম্যাসেঞ্জারের মাধ্যম ছড়িয়ে পড়েছে সামাজিক 
যোগাযোগ মাধ্যমে। এই ভিডিও লিংকে ক্লিক করলে কিছু সময়ের মধ্যে ফেইসবুকে ভাইরাসটি স্বয়ংক্রিয়ভাবে বন্ধু 
তালিকায় থাকা সব বন্ধুদের ইনবক্স বা ওয়ালে পোস্টের মাধ্যমে ছড়িয়ে পড়ছে।

আরও পড়ুন: ফেইসবুকে ভিডিও ভাইরাসে ক্লিক করলে করণীয়
ফেইসবুকে ভিডিও ভাইরাসে ক্লিক করলে করণীয় এই ধরনের ভাইরাসকে বলা হচ্ছে ‘প্লেগ’ যাফেইসবুক বন্ধুদের বার্তার মাধ্যমে
একজন থেকে আরেকজনের কাছে ছড়াচ্ছে। ভাইরাসটি কোনো সফটওয়্যার প্রোগ্রাম নয়। এটি শুধু মাত্র একটি স্ক্রিপ্ট। এই ভাইরাসে
ক্লিক করার ফলে ব্রাউজারের ব্যক্তিগত তথ্য থেকে শুরু করেফেইসবুকের আইডিও চুরি হওয়ার আশঙ্কা রয়েছে। অনেক ফেইসবুক 
ব্যবহারকারী ভুলক্রমে এই ভিডিও লিঙ্কে ক্লিক করে বিপাকে পড়েছেন। ইব্রাহিম নোমান নামে এক ব্যবহারকারী লিখেছেন, আমার
নামে একটি মেসেজ অনেকের ইনবক্সে ও টাইম লাইনে পাঠিয়েছে। তাতে ক্লিক করায় তা শেয়ার হচ্ছে অটোমেটিকভাবে। এটাnভাইরাস। কেউ 
ওপেন করবেন না। এই অনাহুত বিড়ম্বনার জন্য আন্তরিকভাবে দুঃখিত। 

শাহাদাত নামে এক ফেইসবুক ব্যবহারকারী লিখেছেন, না বুঝে ও যাচাই না করে লোভে পড়ে কোনো লিংকে ক্লিক না করা উচিত।
ভাইরাসটি দ্রুত ছড়িয়ে যাচ্ছে। সবাই সচেতন হোন। অনেক ব্যবহারকারী ভুলক্রমে ক্লিক করে করণীয় সম্পর্কে ফেইসবুকে স্ট্যাটাস
দিচ্ছেন।

হাসান নামে এক ব্যবহারকারী লিখেছেন, আমি ভুলক্রেম এই ভাইরাসে ক্লিক করেছি। এখন আমার করণীয় কি?এরূপ ভাইরাস 
ছড়ানোর ঘটনা নতুন নয় ফেইসবুকে। কয়েক বছর আগে ফেইসবুকে মালয়েশিয়ান এয়ারলাইন্সের উড়োজাহাজের রহস্যময় নিখোঁজ
ঘটনার ভুয়া ভিডিওতে তথ্য প্রচারের আড়ালে ভাইরাস ছড়িয়ে ছিলো হ্যাকাররা। ফেইসবুক ব্যবহারকারীদের নিউজ ফিড কিংবা 
প্রোফাইলে হাওয়ায় মিলিয়ে যাওয়া এমএইচ৩৭০ উড়োজাহাজটির সম্পর্কে বিভিন্ন ধরনের চমকপ্রদ ভিডিও তথ্যের লিঙ্ক শেয়ারের 
কৌশল নিয়েছিলো। এছাড়া চলতি বছরের প্রথমে এরূপ ভাইরাস ছড়িয়ে গিয়েছিলো সামাজিক যোগাযোগ মাধ্যমে।
 
Top