কয়েকদিন ধরে ফেইসবুকে ছড়িয়ে পড়ছে একটি ভিডিও ভাইরাস। ফেইসবুকের ইনবক্সে লিংক আকারে ভিডিওতে দেখা যাচ্ছে ব্যক্তির
নিজের নাম ও ছবি। নিজের ছবি দেখে লোভ সামলাতে না পেরে তাতে ক্লিক করছে অনেকেই । কিন্তু কোনো ভিডিও চালু না হয়ে
বরং অন্য কোনো লিঙ্কে প্রবেশ করছে। আসলে সেখানো কোনো ভিডিও নেই। এটি মূলত ভাইরাস।এই ভিডিও লিঙ্কে ক্লিক করলে কিছু
সময়ের মধ্যে ফেইসবুকে ভাইরাসটি স্বয়ংক্রিয়ভাবে বন্ধু তালিকায় থাকা সব বন্ধুদের ইনবক্স বা ওয়ালে পোস্টের মাধ্যমে ছড়িয়ে পড়ছে।
এই ভাইরাসে ক্লিকের ফলে চুরি হতে পারে ব্যক্তিগত তথ্য ও ফেইসবুকের আইডির পাসওয়ার্ড।আপনি ফেইসবুকে ছড়িয়ে পড়া ভিডিও
ভাইরাসে ভুলক্রমে ক্লিক করেছেন? কিন্তু কি করবেন বুঝতে পারছেন না। এই টিউটোরিয়ালটিতে তুলে ধরা হলো ভিডিও ভাইরাসে ক্লিক
করলে কি করণীয়। পাসওয়ার্ড পরিবর্তন ফেইসবুকে ছড়িয়ে পড়া ভিডিও ভাইরাসে ক্লিক করলে সবার প্রথমে পাসওয়ার্ড পরিবর্তন করতে
হবে। কেননা এই ধরনের ভাইরাসে ক্লিক করলে অনেক সময় ব্যক্তিগত ফেইসবুক আইডির পাসওয়ার্ড চুরি হতে পারে। তাই পাসওয়ার্ডটি
পরিবর্তন করে নেয়া উচিত।
পাসওয়ার্ড পরিবর্তন করতে ফেইসবুকের সেটিংস যেতে গিয়ে সহজেই তা করা যাবে। ব্রাউজার চেক এই ভাইরাসটি কোনো
সফটওয়্যার প্রোগ্রাম নয়। এটি শুধুমাত্র একটি স্ক্রিপ্ট। এই ধরনের ভিডিওতে ক্লিক করলে অনেক সময় ভাইরাসটি এক্সটেনশন আকারে
ব্রাউজারে ইনস্টল হতে পারে। তাই ব্রাউজারটি চেক করে অচেনা কোনো এক্সটেনশন থাকলে তা ডিলিট করে দিতে হবে। এ ছাড়াও
ব্রাউজারে টেম্পরারি ফাইল, কুকিস মুছে দিলেও এই ভাইরাসটি দূর করা যাবে। তবে যদি এইগুলো ঝামেলা মনে হয় তাহলে সরাসরি
ব্রাউজারটি আনইন্সটল করে আবার ইন্সটল করলেই হবে।
ফেইসবুকে অচেনা অ্যাপ ডিলেট এই ধরনের ভিডিও ভাইরাস ক্লিক করলে অনেক সময় স্প্যামিং অ্যাপ ফেইসবুকে ইন্সটল হয়ে যায়।
তাই ফেইসবুকের সেটিংস থেকে অচেনা অ্যাপগুলো মুছে দিতে হবে। এর জন্য ফেসবুকের সেটিংস থেকে ‘App’ এ ক্লিক করতে হবে।
তারপর সেখান থেকে অচেনা অ্যাপগুলো ক্লিক করে ডিলিট করে দিতে হবে। এমন ভাইরাসের আক্রমণ থেকে রক্ষা পেতে ফেসবুকের
প্রাইভেসি অপশনে যান, ট্যাগিং ম্যানেজমেন্ট থেকে আপনাকে কে ট্যাগ করতে পারবে সেটিকে ‘অনলি মি’ করে দিন। এতে আপনাকে
আর কেউ কিছু ট্যাগ করতে পারবে না। অবশ্যই ইন্টারনেট সিকিউরিটি অ্যান্টি-ভাইরাস ব্যবহার করুন। কথায় আছে, প্রতিকারের
চেয়ে প্রতিরোধ উত্তম। তাই সামাজিক যোগাযোগ মাধ্যমে সব সময় সচেতন থাকতে হবে। অচেনা কোনো লিঙ্কে কখনো ক্লিক না করাই
উত্তম। এছাড়া অনেকেই লোভনীয় অর্থ পাওয়া ও পর্নোগ্রাফির অনেক লিঙ্ক শেয়ার করে হ্যাকিংয়ের কৌশল হিসেবে।
তাই সচেতন থাকতে হবে সব সময়।