বিবিসি 
সৌদি আরবের মদিনাতে নবী মোহাম্মদের মসজিদের কাছেই একটি আত্মঘাতী বোমা বিস্ফোরণ হয়েছে।
দেশটির স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হচ্ছে নিরাপত্তা কর্মীরা যখন ইফতার করছিলেন তখন এই বিস্ফোরণের ঘটনা ঘটে।
টিভি নেটওয়ার্কের ফুটেজে দেখাচ্ছে একটি গাড়ি আগুনে জ্বলছে।
তবে হতাহতের কোন খবর বা দেশটির কর্তৃপক্ষের কোন বক্তব্য পাওয়া যায়নি।
মদিনার মসজিদটি নবী মোহাম্মদের কবরস্থান এবং ইসলামে মক্কার পরেই মদিনাকে পবিত্র নগরী হিসেবে বলা হয়।
এর আগে সোমবার দেশটির কাতিফ শহরে একটি বিস্ফোরণ হয়। কাতিফ মূলত শিয়া অধ্যুষিত এলাকা।
বিস্ফারণটি একটি শিয়া মসজিদকে লক্ষ্য করেই করা হয়েছিল। হতাহতের খবর পাওয়া যায়নি এই ঘটনা থেকে।
একই দিনে জেদ্দাতে মার্কিন কনস্যুলেটের কাছে একজন সন্দেহভাজন আত্মঘাতী বোমা হামলাকারী নিহত হয়।
এসব ঘটনার পিছনে কে বা কারা রয়েছে সেটা এখনো পরিষ্কার না।
হামলা গুলো এমন এক সময়ে হল যখন রমজান মাস চলছে এবং কিছু দিন পরেই ঈদ উল ফিতর পালিত হবে।
 
Top