যেসব অস্ত্র ছিল তাদের হাতে

গুলশানের ক্যাফেতে কমান্ডো অভিযানে ছয় বন্দুকধারী মারা পড়লেও তার আগে তারা বিদেশি ২০ জিম্মিকে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করে। সেখানে চারটি পিস্তল, একটি ফোল্ডেট বাট একে-২২ রাইফেল, চারটি অবিস্ফোরিত আইইডি ধারালো অনেক অস্ত্র পাওয়া গেছে
আজ শনিবার সকালে কমান্ডো অভিযানের পর দুপুরে আইএসপিআরের এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান সেনাবাহিনীর মিলিটারি অপারেশন্সের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাঈম আশফাক চৌধুরী
নাঈম আশফাক বলেন, প্রাথমিকভাবে সন্ত্রাসী কর্তৃক ব্যবহৃত ৪টি পিস্তল, ১টি ফোল্ডেড বাট একে ২২, ৪টি অবিস্ফোরিত আইইডি, ১টি ওয়াকিটকি সেট ধারালো দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়
তিনি আর বলেন, অভিযানে অংশগ্রহণকারী সদস্যদের কেউ হতাহত হয়নি

 
Top