
নিজের
একই
ফোন
দেখে
দেখে
বোর
গেছেন?
কিন্ত্ত বারবার
তো
সেট
বদলানো
যায়
না৷
তাহলে
উপায়?
উপায়
একটা
আছে৷
আচ্ছা
ফোনের
পোশাক
বদলালে
কেমন
হয়?
ফোনের
আবার
পোশাক?
হ্যাঁ,
মোবাইল
কভার৷
'ফ্যাশন
কনশাসনেস'র
যুগে
প্রত্যেকে যেমন
নিজের
মাথার
চুল
থেকে
পায়ের
নখ
পর্যন্ত সবকিছু
নিয়ে
সদাসতর্ক থাকেন,
ঠিক
তেমনই
সতর্ক
থাকে
নিজেদের ব্যবহারের প্রতিটি জিনিস
নিয়েও৷
আর
যখন
কথা
হচ্ছে
প্রিয়তম স্মার্টফোন নিয়ে
তখন
তাকে
সাজানোর ক্ষেত্রে কোন
দ্বিধা
করে
না
এই
প্রজন্ম৷ কখনো
ফ্লোরাল প্রিন্ট কখনও
বা
নিয়ন৷
আবার
কখনও
ছোটবেলার সেই
পুরানো
কার্টুনে মজে
ছোট
হয়ে
যাওয়া,
এই
চলছে
দিনরাত৷ এরই
মধ্যে
যদি
ফেভারিট সুপারহিরোর ছবি
রিলিজ
করে
তাহলে
একবার
সময়
করে
কাছাকাছি শপিং
মলের
মোবাইল
অ্যাকসেসারিজ জোনটায়
একবার
ঢুঁ
মারা
কিংবা
ভার্চুয়াল বাজারের দ্বারস্থ্য হওয়া৷
যুগের
সঙ্গে
পাল্লা
দিয়ে
চলতে
হবে
তো!
এখন
বাজারে
এসে
গেছে
অনেক
রকম
চোখ
ধাঁধানো মোবাইল
কভার৷
এতই
রকমফের
যে
কোনটা
ছেড়ে
কোনটা
কিনবেন
তা
ভাবতে
ভাবতেই
বেলা
গড়িয়ে
যায়৷
কিনতেই
যখন
হবে
তখন
জেনে
রাখুন
কী
কী
কভার
এখন
ইন৷
অ্যাবস্ট্র্যাকট - মোবাইল
কভারে
এই
ডিজাইন
এখন
ভীষণ
ভাবে
ইন৷
কভারে
কোনও
ছবি
বা
নকশাই
হল
অ্যাবস্ট্র্যাকট ডিজাইনের মূল
কথা৷
আকর্ষণীয় এই
ডিজাইন
আপনার
ব্যক্তিত্বকেও করে
তোলে
আকর্ষণীয়৷
ফ্লোরাল- ফ্যাশন
অ্যাক্সেসারিজে ফ্লোরাল প্রিন্ট যে
খুবই
জনপ্রিয় তা
কে
না
জানে৷
মোবাইল
কভারও
এর
ব্যাতিক্রম নয়৷
নিয়ন-
জুতা,
জামায়
নিয়ন
ট্রাই
করা
হয়ে
গেছে?
তাহলে
আপনার
সাধের
ফোনটিকে বঞ্চিত
করছেন
কেন?
আজই
কিনে
ফেলুন
নিজের
পছন্দের 'নিয়ন'
কভার৷
সুপারহিরো- সুপারম্যান, ব্যাট-ম্যান না ক্যাপ্টেন আমেরিকা? কোন
হিরো
পছন্দের? যাকেই
পছন্দ
করুন,
তার
ছবিওলা
কভারে
সাজিয়ে
সুপার
স্মার্ট করে
তুলুন
নিজের
মোবাইল
সেটটিকে৷ কারন
স্টাইলে এটাও
ইন৷
থ্রিডি-
'থ্রিডি'
শব্দটির সঙ্গে
পরিচয়
সকলের
রয়েছে৷
যদি
মোবাইল
কভারেও
পাওয়া
যায়
থ্রিডি?
হ্যাঁ,
এখন
মিলছে
থ্রিডি
কভারও৷
চটপট
অর্ডার
করে
ফেলুন
আপনার
পছন্দের থ্রিডি
কভারটি৷
জিনস-
জিনস
পড়তে
ভালবাসেন? তাহলে
আপনার
স্মার্টফোনের পোশাক
হিসেবেও বেছে
নিন
নিজের
ডেনিম
শেডের
সাথে
ম্যাচ
করা
কভার৷
ট্রান্সপারেন্ট- এই
স্টাইল
এখন
ভীষণভাবে হিট৷
মোবাইল
কভারই
বা
বাদ
যাবে
কেন?
আর
দেরি
না
করে
ট্রান্সপারেন্ট মোবাইল
কভার
ট্রাই
করে
নিন৷
এছাড়া
ববি
প্রিন্ট, কার্টুন, উডেন
আরও
অনেক
ডিজাইন
মার্কেটে কিনতে
পাওয়া
যায়৷
তাই
আজই
নিজের
পছন্দের কভার
কিনে
ফেলুন৷
কী
কী
বিষয়
মাথায়
রাখবেন
মোবাইল
কভার
কেনবার
সময়?
আপনার
মোবাইল
হ্যান্ডসেটটি যে
কোম্পানির সবসময়
সেই
কোম্পানির কভার
কিনবেন,
যাতে
কভারটি
ঠিক
মত
ফিট
করে৷
দেখে
নেবেন
কভারটি
ঠিক
করে
সিল
করা
আছে
কিনা।
কোনো
খুঁত
আছে
কিনা
সেটাও
যাচাই
করে
নেবেন।
সূত্র:
এই
সময়