ধাপ: ১
কম্পিউটার ব্রাউজারে প্রথমে এখানে যানhttps://services.nidw.gov.bd/voter_centerএবং ভোটার নিবন্ধন
ফরমের স্লিপ নম্বর, জন্ম তারিখ ও ক্যাপচা পুরণ করে আপনার জাতীয় পরিচয় পত্রের নম্বর সংগ্রহ করুন।
ধাপ: ২
এবার নিচের ঠিকানা ভিজিট করুন ও জাতীয় পরিচয়পত্রের অনলাইন সেবায় রেজিষ্টার করুন:
ধাপ: 3 রেজিষ্ট্রেশন শেষ হলে লগইন করার জন্য এই লিংকে ক্লিক করুন :
ধাপ: 4 এবার আপনার মোবাইলে একটি সিকিউরিটি কোড আসবে এইটা দিয়ে ভেরিফাইড করলেই হয়ে যাবে। আপনি চাইলে এই কোডটি ইমেইলেও নিতে পারেন।
সর্বশেষে একদম কোনায় “পরিচয় বিবরনী” গিয়ে আপনার এনআইডি কার্ডটি পিডিএফ আকারে ডাউনলোড করে নিতে পারেন।
আমি ওয়েবসা্ইট থেকে NID প্রিন্ট নিয়ে বাংলালিংক সিম রেজিঃ করেছি। ওদের আসলে NID Number ও জন্ম তারিখ ছাড়া আর কিছুই লাগে না। আঙ্গুলের ছাপ দিলে বাঝা যায় প্রাপ্ত তথ্য ঠিক আছে কিনা। ঠিক থাকলেই ভেরিফাই হবে ও রেজিঃ সম্পন্ন হবে।
আমি ওয়েবসা্ইট থেকে NID প্রিন্ট নিয়ে বাংলালিংক সিম রেজিঃ করেছি। ওদের আসলে NID Number ও জন্ম তারিখ ছাড়া আর কিছুই লাগে না। আঙ্গুলের ছাপ দিলে বাঝা যায় প্রাপ্ত তথ্য ঠিক আছে কিনা। ঠিক থাকলেই ভেরিফাই হবে ও রেজিঃ সম্পন্ন হবে।আমি ওয়েবসা্ইট থেকে NID প্রিন্ট নিয়ে বাংলালিংক সিম রেজিঃ করেছি। ওদের আসলে NID Number ও জন্ম তারিখ ছাড়া আর কিছুই লাগে না। আঙ্গুলের ছাপ দিলে বাঝা যায় প্রাপ্ত তথ্য ঠিক আছে কিনা। ঠিক থাকলেই ভেরিফাই হবে ও রেজিঃ সম্পন্ন হবে।আমি ওয়েবসা্ইট থেকে NID প্রিন্ট নিয়ে বাংলালিংক সিম রেজিঃ করেছি। ওদের আসলে NID Number ও জন্ম তারিখ ছাড়া আর কিছুই লাগে না। আঙ্গুলের ছাপ দিলে বাঝা যায় প্রাপ্ত তথ্য ঠিক আছে কিনা। ঠিক থাকলেই ভেরিফাই হবে ও রেজিঃ সম্পন্ন হবে।
আমি ওয়েবসা্ইট থেকে NID প্রিন্ট নিয়ে বাংলালিংক সিম রেজিঃ করেছি। ওদের আসলে NID Number ও জন্ম তারিখ ছাড়া আর কিছুই লাগে না। আঙ্গুলের ছাপ দিলে বাঝা যায় প্রাপ্ত তথ্য ঠিক আছে কিনা। ঠিক থাকলেই ভেরিফাই হবে ও রেজিঃ সম্পন্ন হবে।
ধন্যবাদ আজ এ পর্যন্তই।