বাংলাদেশ প্রিমিয়ার লিগের শুরুর দিন থেকেই ছিল বৃষ্টির হানা। উদ্বোধনী দিনে দুইটি ম্যাচের একটি ম্যাচেরও কোনো বল মাঠে গড়ায় নি। সব ম্যাচ পরিত্যক্ত ঘোষণা দেয়া হয়েছিলো। দ্বিতীয় দিনেও একই গল্প। প্রথম ম্যাচ পরিত্যক্ত। তবে আগামী দিনগুলোতে বৃষ্টির সম্ভাবনা থাকায় বিপিএল আপাতত স্থগিত করা হয়েছে। নতুন করে শুরু হবে ৮ নভেম্বর থেকে।
unnamed-1
৪ নভেম্বরের খেলা পরিত্যক্ত হয়েছে, ৫ নভেম্বরেও হচ্ছে না। সূচি অনুযায়ী ৬ নভেম্বর খেলা থাকলেও ৭ নভেম্বর কোনো খেলা নেই। একবারে ৮ নভেম্বর থেকে শুরু হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এর চতুর্থ আসর।
এদিকে, যে ছয়টি ম্যাচ বৃষ্টির কারণে হচ্ছে না সেগুলো নিয়ে বিপিএলের গভর্নিং কমিটির সদস্য ইসমাইল মল্লিক জানান,  “বাইলস অনুযায়ী যদি উভয় দল নতুন তারিখে ম্যাচ খেলতে আগ্রহী হয় তবেই ম্যাচ আবারো আয়োজন করা হবে। এজন্য দলগুলোকে আজ রাত ১০ টা পর্যন্ত সময় দেওয়া হয়েছে। “
দলগুলো সম্মতি দিলে, একই দিনে তিনটি ম্যাচ আয়োজনের কথাও বলা হয়। এপ্রসঙ্গে তিনি আরো বলেন, “গত ম্যাচগুলো ফিল-আপের জন্য একটা ম্যাচ ডেতে ৩ টা ম্যাচও আয়োজন করা হতে পারে। সেক্ষেত্রে প্রথম ম্যাচটা ১০ টার দিকে আয়োজন করা হতে পারে। “
 
Top