দীর্ঘদিন পর চলচ্চিত্রের গানে কণ্ঠ দিলেন হাবিব ও ন্যানসি (Tumi Amar - Sultana Bibiana By Habib & Nancy Full Mp3 Album)
ছবি: সংগৃহীত
চলচ্চিত্রের গানে অনেকটা সময় দেখা মিলছে না হাবিবের। নিজের গান ও মিউজিক ভিডিও নিয়ে ব্যস্ত তিনি।
তবে নতুন খবর হলো, দীর্ঘদিন পর নতুন একটি চলচ্চিত্রের গানে কণ্ঠ দিয়েছেন দুই জনপ্রিয় শিল্পী হাবিব ও ন্যানসি। ছবির নাম ‘সুলতানা বিবিয়ানা’। এটি পরিচালনা করছেন হিমেল আশরাফ।
‘তুমি আমার’ শিরোনামের এ গানটির কথা লিখেছেন কবির বকুল। সম্প্রতি গানটির রেকর্ডিংয়ের কাজ সম্পন্ন হয়েছে।