Basic Info:
Album: Haowa 2016 (ঐশীর-‘হাওয়া’)
Singers: Oyshee
Label: CMV
Original Track: 6
Type: Mp3

TrackList

01. Du Chokh By Belal Khan.mp3
02. Cholona By Belal Khan.mp3
03. Vitor Bahir By Belal Khan.mp3
04. Premanuvuti By Belal Khan.mp3

বিশ্বসংগীতে তিন গানের অ্যালবামকে সাধারণত ইপি (এক্সটেন্ডেড প্লে) বলা হয়। যে ধারা সম্প্রতি বাংলাদেশেও চালু হয়েছে। সেই সূত্রে এবারই প্রথম ইপি অ্যালবাম নিয়ে আসছে ঈদে হাজির হচ্ছেন জনপ্রিয় সংগীতশিল্পী বেলাল খান। অ্যালবামটির নাম ‘প্রেমানুভূতি’।
যথারীতি এবারও গানগুলোর সুর করেছেন বেলাল নিজেই। আর লিখেছেন প্রদীপ সাহা ও সোমেশ্বর অলি। সিএমভির ব্যানারে নির্মিত এই বিশেষ ইপি অ্যালবাম শিগগিরই প্রকাশ পাচ্ছে রবি-ইয়োন্ডার মিউজিক অ্যাপ-এ। অ্যালবামের একটি গানে বেলালের সঙ্গে গেয়েছেন কোনাল।
বেলাল খান বলেন, ‘আমাদের এখানে ইদানিং ইপি অ্যালবাম বেশ জনপ্রিয় হয়ে উঠছে। আমিও এবার সেই ধারায় যোগ দিলাম। আমার মতো করে তিনটি গান করার চেষ্টা করেছি। সংখ্যা কম, তাই গান তৈরিতে যত্নটাও ছিল বেশ। আশা করছি শ্রোতারা পছন্দ করবেন।’
‘প্রেমানুভূতি’ অ্যালবামের গানের শিরোনামগুলো এমন, দু’চোখে, ছলনা এবং ভিতর-বাহির।বেলাল খানের ইপি ‘প্রেমানুভূতি’
বিশ্বসংগীতে তিন গানের অ্যালবামকে সাধারণত ইপি (এক্সটেন্ডেড প্লে) বলা হয়। যে ধারা সম্প্রতি বাংলাদেশেও চালু হয়েছে। সেই সূত্রে এবারই প্রথম ইপি অ্যালবাম নিয়ে আসছে ঈদে হাজির হচ্ছেন জনপ্রিয় সংগীতশিল্পী বেলাল খান। অ্যালবামটির নাম ‘প্রেমানুভূতি’।
যথারীতি এবারও গানগুলোর সুর করেছেন বেলাল নিজেই। আর লিখেছেন প্রদীপ সাহা ও সোমেশ্বর অলি। সিএমভির ব্যানারে নির্মিত এই বিশেষ ইপি অ্যালবাম শিগগিরই প্রকাশ পাচ্ছে রবি-ইয়োন্ডার মিউজিক অ্যাপ-এ। অ্যালবামের একটি গানে বেলালের সঙ্গে গেয়েছেন কোনাল।
বেলাল খান বলেন, ‘আমাদের এখানে ইদানিং ইপি অ্যালবাম বেশ জনপ্রিয় হয়ে উঠছে। আমিও এবার সেই ধারায় যোগ দিলাম। আমার মতো করে তিনটি গান করার চেষ্টা করেছি। সংখ্যা কম, তাই গান তৈরিতে যত্নটাও ছিল বেশ। আশা করছি শ্রোতারা পছন্দ করবেন।’
‘প্রেমানুভূতি’ অ্যালবামের গানের শিরোনামগুলো এমন, দু’চোখে, ছলনা এবং ভিতর-বাহির।

Download Link Full Mp3 Album
Click Here To Download

Download Link Zipped Album
Click Here To Download
 
Top