বন্ধুরা কেমন আছেন সবাই ? আশা করি সবাই ভালো আছেন ? পেইনিওর সম্পর্কে এইটা আমার ২য় টিউন। পুর্বের টিউনে আমি দেখিয়েছিলাম কিভাবে আপনি পেইনিওর কার্ড এপ্লাই করবেন। আজ আমি পেইনিওর সম্পর্কে কিছু অতি প্রয়োজনীয় কথা বলব যেগুলো প্রথম অবস্থায় প্রত্যেক পেইনিওর ব্যবহার কারীর কাছে অনেক প্রশ্নের সম্মুখীন করে তোলে।
তাহলে চলুন কিছু প্রশ্ন এবং উত্তর জেনে নিই।
১। পেইনিওর কার্ডের এপ্লাই করে কার্ড পাইনা কেন ?
=> আপনি যদি সরাসরি পেইনিওর ওয়েবসাইট থেকে সাইন আপ করে কার্ডের এপ্লাই করে থাকেন তাহলে আপনার কার্ড পাবার সম্ভাবনা খুবই কম কিন্তু আপনি যদি অন্য কারোর রেফারেল লিঙ্ক দিয়ে একাউন্ট খুলে থাকেন তাহলে আপনি কার্ড পেয়ে যাবেন খুবই সহজে।
২। পেইনিওর কার্ড কিভাবে পাবো ?
=> পেইনিওর কার্ড আপনি যে টিউন অফিসের ঠিকানাই নিতে চান তার পরিপূর্ণ বর্নণা দিয়ে দিন। আপনার টিউন অফিসে কার্ড চলে আসবে।
৩। কতদিন পরে কার্ড হাতে পাবো ?
=> পেইনিওর কতৃপক্ষ আপনাকে কার্ড পাবার তারিখ ইমেইল করে জানিয়ে দিবে। অই তারিখের মধ্যে টিউন অফিসে যোগাযোগ করবেন।
৪। কার্ড এক্টিভ বোনাস কিভাবে পাবো ?
=> কার্ড এক্টিভ করার পর আপনি যদি ১০০ ডলার লোড করেন তাহলেই আপনি ২৫ ডলার বোনাস পাবেন এবং আপনার একাউন্ট অবশ্যই কারোর রেফারেল লিঙ্ক দিয়ে খুলতে হবে। তা না হলে আপনি বোনাস পাবেন না।
৫। কার্ডের চার্জ কত ?
=> আপনি পেইনিওর কার্ড বিনামূল্যে পাবেন কিন্তু কার্ড এক্টিভ করার পর আপনাকে বাতসরিক ২৯ ডলার চার্জ করা হবে। আপনি পৃথিবীর যে কোন বুথ থেকে টাকা তুলতে পারবেন। বুথ থেক টাকা তুলতে আপনাকে প্রতি বার ৩ ডলার চার্জ করা হবে। কিন্তু যদি আপনি পেইনিওর থেকে আপনার ব্যাঙ্ক একাউন্টে ডলার ট্রান্সফার করে থাকেন তাহলে আপনাকে কোন চার্জ করা হবেনা।
তো চলুন শুরু করি।
১। প্রথমে এখানে ক্লিক করে সাইন আপ / রেজিস্ট্রেশন এ ক্লিক করুন।
এখানে আপনার নাম, ইমেইল, জন্ম তারিখ দিয়ে প্রথম পেজ ফিল করুন।

২। নেক্সট এ ক্লিক করে পরবর্তী পেযে প্রবেশ করুন।
এখানে আপনার দেশ সিলেক্ট করে আপনার পরিপূর্ন ঠিকানা দিয়ে দিন যেই ঠিকানাই আপনার কার্ডটি আসবে।

৩। এবার আপনার পাসওয়ার্ড দিন এবং একটি সিকিউরিটি প্রশ্ন এবং উত্তর সিলেক্ট করে দিন আপনার একাউন্টের নিরাপত্তার জন্য।

৪। এবার আপনি আপনার ন্যাশনাল আইডি কার্ড / পাসপোর্ট সিলেক্ট করে তার নাম্বার দিন। যদি আপনার ন্যাশনাল আইডি না থাকে সেক্ষেত্রে আপনি আপনার বাবা, মা বা অন্য কারো ন্যাশনাল আইডি কার্ড ব্যবহার করতে পারেন। আরেকটু বুঝিইয়ে বলি, মনে করুন আপনি আপনার নামে একাউন্ট করতে চান কিন্তু আপনার ন্যাশনাল আইডি নাই। সেক্ষেত্রে পাইনিওর শুধু আইডি কার্ডের নাম্বার নিচ্ছে, আইডি কার্ডের স্ক্যান কপি নিচ্ছেনা। তো আপনি আপনার নামে একাউন্ট খুলে এই অংশে আপনার বাবা অথবা মার ভোটার আইডি কার্ডের যেই নাম্বার আছে সেটাই এখানে দিয়ে দিন। অথবা আপনার বাবার নামেই একাউন্ট খুলে ফেলুন। যার নামেই একাউন্ট খুলুন না কেন, ফাইভার থেকে টাকা উঠানোর জন্য কোন সমস্যা হবেনা।

খুলে ফেলেছেন আপনার একাউন্ট পাইনিওর একাউন্ট। এবার আপনার ইমেইল চেক করুন। পাইনিওর থেকে আপনাকে একটা ইমেইল দিবে যেখানে আপনার কার্ড কতদিনের মদ্ধ্যে আপনার হাতে পৌছাবে তার একটা সময় এবং তারিখ উল্লেখ থাকবে।
তো যাই হোক অনেক কথা বলে ফেললাম। আর একটা কথা, আপনারা যারা আমাকে ফেসবুকে মেসেজ দেন তাদের কাছে আমার অনুরোধ আপনারা আপনাদের সমস্যা গুলো একবারে লিখে দিবেন। যেহেতু সবাইকেই সাহায্য করতে হবে।